তৃণমূলের সমর্থনে জলপাইগুড়িতে মহামিছিল নমশূদ্র ও মতুয়াদের ডাকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃণমূলের সমর্থনে জলপাইগুড়িতে মহামিছিল নমশূদ্র ও মতুয়াদের ডাকে

Share This

তৃণমূলের সমর্থনে জলপাইগুড়িতে মহামিছিল নমশূদ্র ও মতুয়াদের ডাকে


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ,      23/02/2022 : আসন্ন পৌরসভা নির্বাচনে জলপাইগুড়ি পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে এবং বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করে এটি পথ মিছিল অনুষ্ঠিত করল রাজ্য নমঃশূদ্র বিকাশ পরিষদ, ও মতুয়া মহাসংঘ এবং রাজ্য উদ্বাস্তু সেলের কর্মীরা । 

এদিন এই পথ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য, পার্থ বিশ্বাস, সঞ্জীব মন্ডল, শরৎ চন্দ্র মন্ডল এবং ভীম সরকাররা। এদিন মুকুল বৈরাগ্য তাঁর বক্তব্যের মধ্য দিয়ে বলেন, "অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ ও মতুয়া মহাসংঘ এবং তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের   যৌথ উদ্যোগে একটি মিছিল সংগঠিত করছি। এবং জলপাইগুড়ি মানুষরা  মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে সকলেই যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন।" 

তিনি আরো বলেন, "আজকের এই মিছিলে প্রায় 10 হাজারের উপরে নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করেছেন।" এছাড়া এদিন মিছিলের শেষে এসজেডিএ এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং পৌর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো রা নমঃশূদ্র বিকাশ পরিষদ ও মতুয়া মহাসংঘ এবং উদ্বাস্তু সেলের সকলকে ধন্যবাদ জানান।  

রিপোর্ট : বিকাশ সরকার, হলদিবাড়ি

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages