গাছের মগডালে চিতাবাঘ, এলাকায় আতঙ্ক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গাছের মগডালে চিতাবাঘ, এলাকায় আতঙ্ক

Share This

গাছের মগডালে চিতাবাঘ, এলাকায় আতঙ্ক


আজ খবর (বাংলা), নক্সালবাড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 20/02/2022 : গাছের মগডালে উঠে বসে রইল একটা চিতাবাঘ, যা নিয়ে আতঙ্ক ছড়ালো নক্সালবাড়িতে। 

 গাছের উপরে চিতাবাঘ যা দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি নকশালবাড়ি কালুয়াজোত গ্রামে। এই জায়গাটি  ভারত-নেপাল সীমান্ত এলাকায়। কাছেই কলা বাড়ি জঙ্গল। এখান দিয়েই বয়ে গিয়েছে মেচি নদী। মেচি নদীর ধার বরাবর নতুন করে বৃক্ষায়ন করা হয়েছে। সেই গাছগুলোর ওপরেই চড়ে বসেছিল চিতাবাঘটি।


গাছের মগডালে চিতাবাঘ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেয় পুলিশ প্রশাসন ও বনদপ্তরকে।  যে গাছে বাঘ উঠে বসেছিল, ঘটনাস্থলে এসে সেই গাছটি কেটে ফেলে বনদপ্তরের কর্মীরা। সেখান থেকে নেমে চিতাবাঘ পুনরায় আবার অন্য একটি গাছে উঠে পড়ে। চিতাবাঘকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

ঘটনাস্থলে এসএসসির 41 নম্বর ব্যাটেলিয়ান রয়েছে সেই চিতাবাঘ দেখতে ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি অবিলম্বে সেই চিতাবাঘটাকে  ধরা হোক।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages