খবর (বাংলা), হাওড়া, পশ্চিমবঙ্গ, 23/02/2022 : ছাত্র নেতা আনিস খান খুনে দোষীদের শাস্তির দাবিতে গতকাল রাত্রে কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছিল বামপন্থী গণসংগঠন গুলি।
গত শুক্রবার গভীর রাতে গ্রামীণ হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ার বাসিন্দা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খাঁনকে বাড়ির ছাদ থেকে ফেলে খুন করার অভিযোগ ওঠে পুলিশের পোশাক পড়ে আসা আততায়ীদের বিরুদ্ধে। আর এই ঘটনার পর কেটে গেছে চার দিন। কিন্তু এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তবে পুলিশের পক্ষ থেকে আনিস কাণ্ডের জেরে সাসপেন্ড করা হয়েছে আমতা থানার তিন পুলিশ কর্মীকে। আর এঘটনায় যুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উত্তাল সারা রাজ্য। আনিসের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনা।
আর তারই অঙ্গ হিসাবে আনিস খান খুনে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার কোনা এক্সপ্রেস ওয়ে অবরোধে সামিল হয় বামপন্থী গণসংগঠনগুলি। জানা গেছে এদিন এসএফআই, ডিওয়াইএফআই, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মীরা সামিল হয় এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে সামিল হয় তারা।
পাশাপাশি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয় তারা। এদিকে এদিনের এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ ধরে তীব্র যানজটের সৃষ্টি হয় কোন এক্সপ্রেসওয়ে জুড়ে।
রিপোর্ট : কাউসর আলি