আজ খবর (বাংলা), দমদম, কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০২/২০২২ : এবারের পৌরভোটে মানুষ নিজের ঘরের ছেলের ওপরই ভরসা রাখছেন বলে জানালেন দক্ষিণ দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ মজুমদার।
প্রদীপবাবু জানালেন বিগত পাঁচ বছর পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌর পিতা হিসাবে দায়িত্ব সামলেছেন আর এবার তিনি নিজে যে ওয়ার্ডের বাসিন্দা, সেই ওয়ার্ড থেকেই প্রতিনিধিত্ব করছেন। তাই তিনি জানান যে 'ঘরের ছেলে ঘরে ফিরেছে' এবং আরো বলেন যে, তিনি এই অঞ্চলের মানুষের দাবীদাওয়া ও চাহিদাটা সবচেয়ে ভালো বোঝেন।তাই এবার জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।এছাড়াও তিনি দাবি করেন 'অন্যান্য পৌরসভা মত দক্ষিণ দমদম পৌরসভা বিরোধীশূন্য হতে চলেছে'।
Loading...