আজ খবর (বাংলা), ঘুম, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 04/02/2022 : ফের বরফের চাদরে ঢাকল দার্জিলিং। শুক্রবার দার্জিলিংয়ের জোড়বাংলো, সান্দাকফু, টাইগার হিলে বরফ পড়েছে।
অন্যদিকে, সিকিমে তুষারপাত চলছেই। সিকিমের লাচুং, লাচেন, ছাঙ্গু লেক, কালাপাহাড় প্রভৃতি এলাকায় বরফ পড়ছে। ওই এলাকাগুলিতে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। তবে আজ নিয়ে গত এক মাসে দার্জিলিংয়ে ৭ বার তুষারপাত হল।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দার্জিলিংয়ে তুষারপাত প্রায় দেড় দশকের রেকর্ড ভাঙল। ২০০৭ সালে শেষ এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবার ১৩ দিন তুষারপাত হয়েছিল। এবছর ইতিমধ্যে ১১ দিন তুষারপাত হয়ে গিয়েছে দার্জিলিংয়ে। তবে নতুন করে তুষারপাত হলে ১৫ বছরের রেকর্ড ভেঙে দেবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
রিপোর্ট : ভাস্কর চক্রবর্তী