আজ খবর (বাংলা), কামারহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 26/02/2022 : ভোটের আগের দিন মাঝরাতে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম মনোনীত প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনের রাস্তায় বোমা আতঙ্ক।
মাঝরাতে বেশ কয়েকজন এসে সিপিএম প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনে কয়েকটি বোমা ছুঁড়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এমনকি সিপিএম প্রার্থীর বাড়ির তারও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কখনো ভোট প্রচারে আবার কখনো পোস্টার ছিঁড়ে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয় সিপিএম প্রার্থী অদ্রি রায়কে। এর আগেও তিনি এই অভিযোগ তুলেছেন সংবাদ মাধ্যমের সামনে। আবারও ভোটের ঠিক আগের দিন বোমা ফাটিয়ে, বাড়ির তার ছিঁড়ে ভয় দেখানোর চেষ্টা করা হল বলে অভিযোগ সিপিএম প্রার্থীর।
এ বিষয়ে বেলঘড়িয়া থানার পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।
রিপোর্ট : সৃঞ্চিণী পোদ্দার, কামারহাটি