আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 22/02/2022 : হাওড়ার আমতার বাসিন্দা আলিয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের হত্যার প্রতিবাদে বিক্ষোভের আঁচ লাগল শিলিগুড়ি শহরেও।
আলিয়া উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের হত্যার প্রতিবাদ আজ DYFI ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি ৩৯ নং ওয়াইড হায়দর পাড়া বাজারের সামনে দোষিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে বিক্ষভ দেখানো হয়।
লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান ছাত্র নেতাকে খুন করে ছাত্র আন্দলোনকে রুখে দিতে পারবে না রাজ্য সরকার। আনিস খানের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে । পুলিশের পোশাক পরে সেদিন কারা গিয়েছিল আনিসের বাড়িতে তার জবাব দিতে হবে রাজ্য পুলিশকে এবং এই খুনের পিছনে কাদের হাত আছে তাদের সকলকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। তা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে ছাত্র যুবরা রাস্তায় নেমে আরও বড় আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনায় আমতার থানার তিন পুলিশ কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে। এদের মধ্যে একজন রয়েছেন এসিসট্যান্ট সাব ইন্সপেকটর পদে, একজন কনস্টেবল এবং অপরজন সিভিক ভলেন্টিয়ার।