প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ অব্যাহত তৃণমূল কর্মীদের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ অব্যাহত তৃণমূল কর্মীদের

Share This

প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ অব্যাহত তৃণমূল কর্মীদের


আজ খবর (বাংলা), কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ, ০৫/০২/২০২২ :  পুরভোটের জন্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রার্থী নিয়ে ক্ষোভ ও বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।

গতকাল বিকেলবেলায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সব জেলার পুরভোটের জন্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই প্রার্থী তালিকার নাম দেখে বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী ও সমর্থকেরা। নালিশ পৌঁছে যায় বিধায়কদের অফিসেও। গতকাল পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর রাস্তার মধ্যেই টায়ার জ্বেলে বিক্ষোভ দেখানো হয়েছিল উত্তর ২৪ পরগনার খড়দহ অঞ্চলে। আজ হুগলির কোন্নগর অঞ্চলেও একই ঘটনার পুরাবৃত্তি ঘটল। 

প্রার্থী ঘোষনা হওয়া মাত্রই হুগলির উত্তরপাড়া বিধানসভার কোন্নগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল তৃণমূল কর্মীদের বিক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে বেশকিছু তৃণমূল কর্মীকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেলো। শোনা যাচ্ছে উত্তরপাড়া পৌরসভাতেও বেশ কিছু জায়গায় একই ভাবে তৃনমূল কর্মীদের বিক্ষোভ চলছে। কর্মীদের অভিযোগ টাকার মাধ্যমে টিকিট কেনাবেচা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে লোকাল নেতৃত্বকে দায়ী করছে কর্মীরা। ১৯ নম্বর ওয়ার্ডের কর্মীদের অভিযোগ চন্দন মন্ডল নামে যাকে প্রার্থী করা হয়েছে, তাকে তারা কোনদিন পার্টির কোন কাজে দেখতে পায়নি। আর ওই ওয়ার্ডের যার নাম তারা চাইছে তার নাম লিস্টে থাকা সত্ত্বেও তাকে প্রার্থী করা হয়নি। প্রার্থী বদলের জন্য তৃণমূল রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষনেই এই বিক্ষোভ।

গতকাল পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরেই বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের কথা শোনা যাচ্ছিল। আর তখনই  প্রকাশিত হওয়া  প্রথম তালিকাটি সংশোধনের জন্যে প্রত্যাহার করে নেয় তৃণমূল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, প্রথম তালিকায় নাম আছে এমন প্রার্থীরা দেওয়াল লিখন বা প্রচারের কাজ শুরু করতে পারছেন না; কারন তাঁরা বুঝতে পারছেন না, দ্বিতীয় তালিকায় তাঁদের নাম আদৌ থাকবে কিনা। গোটা বিষয়টি বেশ বিভ্রান্তি তৈরি করেছে। তবে এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা হবে বলে আশ্বাস দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। 

রিপোর্ট : অভিষেক ব্যানার্জি ও কিংশুক রায় 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages