রাশিয়ার হামলায়পুরোদস্তুর বিদ্ধস্ত ইউক্রেন, এবার কি প্রত্যাঘাত ! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাশিয়ার হামলায়পুরোদস্তুর বিদ্ধস্ত ইউক্রেন, এবার কি প্রত্যাঘাত !

Share This

রাশিয়ার হামলায়পুরোদস্তুর বিদ্ধস্ত ইউক্রেন, এবার কি প্রত্যাঘাত !


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৪/০২/২০২২ :  রাশিয়া ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে। মুহুর্মুহু গোলাবর্ষণ চলছে। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেন জুড়ে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই সরকারিভাবে যুদ্ধ ঘোষণার কথা বলে জানিয়েছেন 'রাশিয়ার সেনা ইউক্রেনে ঢুকে পড়েছে'। আজ ভোর ৬টা  থেকেই ইউক্রেনের আকাশে ঢুকতে শুরু করেছে প্রচুর রাশিয়ান যুদ্ধ বিমান, যে বিমান থেকে অসংখ্য প্যারাট্রুপারদের নামতে দেখা গিয়েছে  ইউক্রেনের মাটিতে। ইতিমধ্যেই রাশিয়া মিসাইল হানাও শুরু করে দিয়েছে। ইউক্রেনের ২৩টি প্রদেশ সমেত বেশ কিছু শহরাঞ্চল রীতিমতো তছনছ হয়ে গিয়েছে রাশিয়ার গোলায়। বিস্ফোরণ ঘটেছে একটি গ্যাস প্ল্যান্টেও। 

রাশিয়াকে আটকাতে সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছিল আমেরিকার ন্যাটো বাহিনী। এবার সেই ন্যাটো বাহিনী নামছে রাশিয়াকে ঠেকাতে। তবে শুধুই ন্যাটো বাহিনীই নয়, রাশিয়াকে ঠেকাতে নামছে অন্যান্য দেশের বাহিনীও। ব্রিটেনের তরফ থেকে ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধের কথা বলা হয়েছে। ফ্রান্স আরও একবার রাশিয়াকে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছে; আবার সেইসঙ্গে রাশিয়াকে চ্যালেঞ্জ জানিয়েও রেখেছে। সেক্ষেত্রে ফ্ৰান্সের বাহিনীও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমে যেতে পারে যে কোনো মুহূর্তে। ইউরোপের অন্যান্য দেশগুলিও প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। 


এদিকে রাশিয়াকে খোলাখুলি সমর্থন জানিয়েছে চীন।  চীন একথাও বলেছে, 'ইরাকের সঙ্গে যুদ্ধের সময় আমেরিকা কি করেছিল ?' সেক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা এবং ইউরোপের অন্যান্য দেশ যদি একসাথে আক্রমন করে তাহলে রাশিয়াকে চীন কি অস্ত্র সাহায্য পাঠাবে ? আগামী সময় এর উত্তর নিশ্চয় পাওয়া যাবে। তবে আর একটি বিষয় গুরুত্ত্বপূর্ন, সেটা হল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই রকম একটা যুদ্ধের আবহে গিয়েছেন দু'দিনের রাশিয়া সফরে। তাঁর ঠিক এই সময় রাশিয়া সফর নিয়ে জল্পনা উঠেছিল তুঙ্গে। তিনি আজ বলেছেন "রাশিয়ার ইউক্রেন আক্রমন বেশ রোমাঞ্চকর", তাঁর এই নির্লজ্জ্যের মত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দেখে হতবাক বিশ্ব।

রাশিয়া এবং ইউক্রেনের মহা  সংঘাতের পরিস্থিতিতে ভারতের অবস্থান একেবারেই নিরপেক্ষ। রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু দেশ।  আবার ইউক্রেন সপক্ষে থাকা আমেরিকা বা ফ্রান্সও ভারতের বন্ধু দেশ।  তাই ভারত এই ব্যাপারে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে, যাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তবে আজ রাশিয়া ইউক্রেনকে আক্রমন করার পর ইউক্রেনের তরফ থেকে ভারতের কাছে আবেদন এসেছে, ভারত যাতে তাদের বন্ধু দেশ রাশিয়াকে বুঝিয়ে যুদ্ধ থেকে বিরত করে।   ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য চেয়েছেন। ইউক্রেন বলেছে, 'ভারত মস্কোর ওপর প্রভাব খাটাকে, এই হত্যালীলা বন্ধ করতে নরেন্দ্র মোদী এখনই ব্যবস্থা নিন।' 

এখনো পর্যন্ত সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে, রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমনের মাত্রা আরও বাড়িয়েছে। ইউক্রেনের আকাশে আরও অনেক বেশি পরিমাণে রাশিয়ান যুদ্ধ জাহাজ ঢুকে পড়েছে। রাশিয়া এখন শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার না করলেও মাঝারি মাপের ক্ষেপণাস্ত্রের হামলা শুরু করে দিয়েছে। ইউক্রেনের মানুষ বিভিন্ন রাস্তা দিয়ে শহরাঞ্চল ত্যাগ করে পালাতে শুরু করেছে। তবে খারাপ খবর এটাই যে, ইউক্রেনে এখনো পর্যন্ত বেশ কিছু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে। তাদেরকে নিরাপদে ইউক্রেন থেকে ভারতে ফেরানোর জন্যে ভারতের তরফ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই মুহূর্তে ইউক্রেনের অবস্থা রীতিমত বিদ্ধস্ত। রাশিয়া 'অপারেশন ২' এর নামে ফের নতুন করে হামলা চালাতে শুরু করেছে। ফের নতুন করে আক্রমন শুরু হয়েছে আকাশপথে এবং স্থলপথে। রাশিয়ার যুদ্ধজাহাজগুলিও ইউক্রেন পৌঁছাতে শুরু করেছে। ইউক্রেনের বন্দর শহরগুলিও খালি করে দেওয়া হয়েছে। ধ্বংস্তুপ থেকে উদ্ধার করে মানুষকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার কাজ চলছে। যদিও ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, 'কোনোভাবেই আত্মসমর্পন করবেন না তাঁরা। মাথা নত করার কোনো অবস্থাই  নেই।  প্রাথমিক বিদ্ধস্ততা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে ইউক্রেন। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages