প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Share This

প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 17/02/2022 : বাংলার ফুটবলে আরও এক নক্ষত্রপতন। সুভাষ ভৌমিকের মৃত্যুর কিছু দিনের মধ্যেই প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। 

বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। গত ২৪ জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

তাঁর প্রয়াণে বাংলার ফুটবলে হল আরও এক নক্ষত্রপতন। সুভাষ ভৌমিকের মৃত্যুর কিছু দিনের মধ্যেই প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। ভেন্টিলেশনে ছিলেন তিনি। শ্বাসকষ্ট ছিল, সঙ্গে ছিল প্রচণ্ড কাশি। গত শুক্রবার অবস্থা সঙ্কটজনক হলেও, মোটামুটি স্থিতিশীল ছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার রাতে আচমকা অবনতি শুরু হয় তাঁর। বেড়ে যায় শ্বাসকষ্টও। অক্সিজেনের মাত্রা কমতে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হচ্ছিল কৃত্রিম পদ্ধতিতে। এ অবস্থায় তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 


১৯৭৮ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। দেশের হয়ে খেলেছেন ১৯৭৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত। ১৯৭৬ সালে সন্তোষ ট্রফিতে বাংলার অধিনায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর মৃত্যুতে ময়দানে নেমে এসেছে শোকের ছাওয়া। 

রিপোর্ট : শ্রেয়া বসু

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages