আনিস খুনের তদন্তে 'সিট্' গঠন করলেন মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আনিস খুনের তদন্তে 'সিট্' গঠন করলেন মমতা

Share This

আনিস খুনের তদন্তে 'সিট্' গঠন করলেন মমতা
আনিস খান 


আজ খবর (বাংলা), হাওড়া, পশ্চিমবঙ্গ, ২২/০২/২০২২ : আনিস খান হত্যাকাণ্ডের তদন্ত করতে এবার স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট্) গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে এই সিট্।

হাওড়ার আমতায় বাড়ি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের। আনিসের বাবা অভিযোগ করেছিলেন, গত শুক্রবার রাত্রে একজন পুলিশের পোশাকে এবং বাকি তিনজন সিভিক ভালেন্টিয়ারের পরিচয়ে তাঁদের বাড়িতে গিয়ে আনিসের খোঁজ করেছিল। তাঁকে গান পয়েন্টে রেখে তারা বাড়ির মধ্যে আনিসকে খুঁজতে ঢুকে পড়ে।  এরপরেই বাড়ির তিনতলা থেকে রাস্তার ওপরেই আনিসকে পড়ে যেতে দেখেন তাঁর বাবা। গুরুতর জখম অবস্থায় আনিসকে বাঁচানোর অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ হন তাঁর পরিবার। কে বা করা আনিসকে এইভাবে খুন করে গেল, তা নিয়ে সোচ্চার হন অনেকেই। কলকাতাতে পার্ক সার্কাস অঞ্চলে আনিসের হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়।  বিক্ষোভের জেরে পার্ক সার্কাসের সাত মাথার মোড়  অবরুদ্ধ হয়ে যায়। 

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিসের এই রকম মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে রাজ্যবাসীকে। ছেলের মৃত্যু রহস্যের জট কাটাতে আনিসের বাবা সিবিআই তদন্তের দাবী তোলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় ঘোষণা করেন, "আনিসের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে রাজ্য সরকার কড়া  ব্যবস্থা গ্রহণ করেছে।  এই ব্যাপারে একটি বিশেষ তদন্তকারী দল (সিট্) গঠন করা হয়েছে। এই তদন্তকারী দল আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবে।" তবে গত শুক্রবার আমতা থানা থেকে এই ধরনের কোনো অভিযান আদৌ চালানো হয় নি বলে দাবী করা হয়েছে। অর্থাৎ পুলিশের বক্তব্য, এই ধরনের ঘটনার সাথে পুলিশ যুক্ত নয়। 

রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্য জানিয়েছেন, রাজ্য সিআইডির ডিজি মিরাজ খালিদ এবং এডিজি জ্ঞাণবন্ত সিং-এর পরিচালনায় বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বিশেষ তদন্তকারী দল একেবারেই নিরপেক্ষভাবে তদন্ত করে দেখছে। দোষী যেই হোক না কেন, সে পার পাবে না।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages