হায়দ্রাবাদের সাংসদকে লক্ষ্য করে গুলি চলল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হায়দ্রাবাদের সাংসদকে লক্ষ্য করে গুলি চলল

Share This

হায়দ্রাবাদের সাংসদকে লক্ষ্য করে গুলি চলল


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 03/02/2022 : হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। 

উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচন উপলক্ষে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি আজ মিরঠ গিয়েছিলেন প্রচারের জন্যে। সেখান থেকে ফেরার সময় তাঁর গাড়ির কনভয় যখন একটি হাই ওয়ের টোল প্লাজা পার করে এগোচ্ছিল, তখন উদ্দ্যত পিস্তল হাতে দুই যুবক আসাউদ্দিনের গাড়ি লক্ষ্য করে খুব কাছ থেকেই গুলি চালায় বলে জানা গিয়েছে। 

এই ব্যাপারে আসাউদ্দিন বলেছেন, "আমার গাড়ির ওপর আজ গুলি চালানো হয়েছে। তবে এভাবে আমার মানসিক দৃঢ়তা ভেঙ্গে ফেলা যাবে না। টোল প্লাজা থেকে ভাগ্যক্রমে বেরিয়ে আসার পর 3-4 কিলোমিটার এগিয়ে গিয়ে আমি গাড়ি বদলে অন্য্ গাড়িতে উঠে যাই। তারপর দিল্লীতে এসে পৌঁছাই। উত্তর প্রদেশে নিরাপত্তার দায় অবশ্যই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকারেরই নেওয়া উচিত ছিল। যাই হোক সেখানকার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে।"

উত্তরপ্রদেশ পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুই আততায়ী আসাউদ্দিনের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ঐ গাড়িতে তিনটি গুলির দাগ রয়েছে। গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গিয়েছে দুইজন আততায়ী সেখানে ছিল। একজনের পরনে ছিল লাল হুডি আর অপরজনের পরনে ছিল সাদা জ্যাকেট। এদের মধ্যে একজনকে পুলিশ ধরে ফেলেছে। তার পিস্তলটিও পুলিশ বাজেয়াপ্ত করতে পেরেছে। তাবে অপরজন পালিয়ে গিয়েছে। ধৃতকে জেরা করা হচ্ছে। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। এআইএমআইএম এর তরফ থেকে গোটা বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages