আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 24/02/2022 : দেশে প্রায় ১৪ কোটি ইনডেন এলপিজি গ্রাহকের বাড়িতে ডাবরের ন্যায্যমূল্যের পণ্য সরাসরি পৌঁছে দেওয়ার জন্য ইন্ডিয়ান অয়েল এবং ভারতের অন্যতম প্রধান আয়ুর্বেদ সংস্থা ডাবর ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে ।
চুক্তির অঙ্গ হিসেবে ইন্ডিয়ান অয়েলের ইনডেন এলপিজি ডিস্ট্রিবিউটাররা ডাবরের খুচরো পণ্য বিক্রির অংশীদার হয়ে উঠবে । এমনকি ইনডেন এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহকারী কর্মীদের মাধ্যমে দেশের কোটি কোটি ইনডেন এলপিজি উপভোক্তাদের পরিবারে সরাসরি ডাবরের ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করতে পারবে ।
ইন্ডিয়ান অয়েলের কার্যনির্বাহী অধিকর্তা (এলপিজি) শ্রী এস এস লাম্বা জানিয়েছেন, ইন্ডিয়ান অয়েল হল একটি গ্রাহক কেন্দ্রিক সংস্থা । তাই গ্রাহকদের মন জয় করতে এই সংস্থা সর্বদাই তৎপর । এর ফলস্বরূপ ইনডেন গ্রাহকদের কাছে ডাবরের পণ্য পৌঁছে দিতে ডাবর ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন । শ্রী লাম্বা আরও জানান, তাদের এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহকারী কর্মীদের মাধ্যমে এই পণ্য সরাসরি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে । তিনি বলেন, একাধিক প্রতিকূলতা সত্ত্বেও ইনডেন সিলিন্ডার সরবরাহকারী কর্মীরা রান্নার গ্যাস পৌঁছে দিতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন । দেশে বর্তমানে ১২ হাজার ৭৫০এর বেশি ইনডেন ডিস্ট্রিবিউটার রয়েছেন । এর আওতায় ৯০ হাজারেরও বেশি রান্নার গ্যাস সরবরাহকারী কর্মী যুক্ত রয়েছেন । কোভিড পরিস্থিতির মধ্যেও, এমনকি লকডাউনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই কর্মীরা গ্রাহকদের দোড়গোড়ায় রান্নার গ্যাস পৌঁছে দিয়েছেন ।
অনুষ্ঠানে উপস্থিত ডাবর ইন্ডিয়া লিমিটেডের মুখ্য কার্য নির্বাহী অধিকর্তা শ্রী মোহিত মালহোত্রা জানান, এই চুক্তির ফলে গ্রাম, শহর, আধা-শহর এলাকায় লক্ষ লক্ষ ইনডেন এলপিজি গ্রাহকের কাছে তাদের পণ্য খুব সহজেই পৌঁছে যাবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবর ইন্ডিয়া লিমিটেডের বাণিজ্যিক বিভাগের কার্যনির্বাহী অধিকর্তা শ্রী আদর্শ শর্মা ।