আজ খবর (বাংলা), কোন্নগর, হুগলী, পশ্চিমবঙ্গ, ২২/০২/২০২২ : আর কয়েকদিন পরেই রাজ্যের ১০৮ পুরসভায় পুরভোট হতে চলেছে। আসন্ন ভোটের আগে জোরদার প্রচার চলছে বিভিন্ন পুরসভাগুলিতে। হুগলী জেলার কোন্নগরে তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জিকেও প্রচারাভিযানে অংশ নিতে দেখা গেল।
কোন্নগরের ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তন্ময় দেবের সমর্থনে কল্যাণ ব্যানার্জি প্রচার করতে পৌঁছে গিয়েছিলেন গতকাল। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি বলেন, "আমি রাজ্যের বাইরে দেখেছি, কংগ্রেস বিজেপির বিরোধীতা করে, বলে 'মোদী হঠাও', আর এই রাজ্যে সিপিএম-এর সাথে হাত মিলিয়ে বলে 'মমতা হঠাও'। ওরা এই রাজ্যে মমতার বিরোধীতা করে। এই রাজ্যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি হাতে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে সড়যন্ত্র করে। ওদের এই পরিকল্পনাকে ভেস্তে দিতে হবে।"
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কল্যান বন্দোপাধ্যায় বিগত দিনের বিভিন্ন উন্নয়নের তালিকা তুলে ধরেন৷ এছাড়াও এদিন তিনি বলেন, তিনি সাংসদ হওয়ার পর কোন্নগরে ক্রিমিনালাইজেশন শেষ করে দিয়েছেন৷ আগামী নির্বাচনে ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে আশ্বাসও দেন ৷আগামী পুরসভা নির্বাচনে তৃণমূলকে ৭৫% ভোটে জয় যুক্ত করার আবেদনও জানান৷"