দুই ভোট প্রার্থী কংগ্রেসের তানিয়া দত্ত (বাঁদিকে) ও বিজেপির বাবলি ঘোষ (ডান দিকে) |
আজ খবর (বাংলা), আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, 18/09/2022 : ভোটযুদ্ধে সৌজন্যতার ছবি ধরা পরল আলিপুরদুয়ারে। প্রচার করতে এবং ভোট চাইতে কংগ্রেস প্রার্থীর বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী।
ভোট প্রচারে বেরিয়ে বিরোধী প্রার্থীর বাড়িতে গিয়ে ভোট চাইলেন পাশাপাশি হাসি ঠাট্টায় মেতে উঠলেন আলিপুরদুয়ার 2 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বাবলী ঘোষ। রাজ্যে 108 টি পৌরসভা নির্বাচন হচ্ছে, যেখানে প্রায়ই এবং প্রতিনিয়ত বিরোধী শিবিরের চোখ রাঙানি, কটাক্ষ, তীব্র আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, সেখানে সুষ্ঠ রাজনীতি এবং সৌজন্যতা বলা যেতেই পারে বিরল।
তবে আলিপুরদুয়ারের 2 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বাবলি ঘোষ ভোটের প্রচারে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা চাইলেন, পাশাপাশি ভোট চাইলেন বিরোধী প্রার্থীদের বাড়িতেও। বৃহস্পতিবার দু নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া দত্তের বাড়িতে হাজির হলেন তিনি। এরপর হাসি-ঠাট্টা কথাবার্তা এমনকি একে অপরকে ভোট দেওয়ার আবেদন জানালেন।
শুধু কংগ্রেস প্রার্থী নয় তৃণমূল প্রার্থীর বাড়িতেও হাজির হয়েছিলেন ওই বিজেপি প্রার্থী। কিন্তু বাড়িতে ছিলেন না তৃণমূল প্রার্থী শিল্পী দাস ভদ্র । জানা যায় প্রচারে বেরিয়ে ছিলেন তিনি। এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কুমারগ্রাম এর বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও।
সৌজন্যতার প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, "ভোট পর্বটা ভীষণভাবে এনজয় করছি। কংগ্রেস প্রার্থীর বাড়িতে গেলাম ও আমার অত্যন্ত পরিচিত। ওর কাছে ভোট চাইলাম ও আমার কাছে ভোট চাইলো। খুব ভালো লাগছে, মানুষের সাড়া পাচ্ছি।"
এ প্রসঙ্গে কংগ্রেস প্রার্থী বলেন, "বাবলি ঘোষ আমার পরিচিত কাকিমা। আমি ওনার মেয়ের মত। প্রার্থী প্রার্থীর জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায় আছে। বেশ ভালো অভিজ্ঞতা, উনি আমার কাছে ভোট চাইতে এলেন। আমি ওনার কাছে ভোট ভিক্ষা করলাম।"
রিপোর্ট : মিল্টন সরকার