আজ খবর (বাংলা), মুম্বই , মহারাষ্ট্র, ০৭/০২/২০২২ : হাসপাতালের শয্যায় শেষ মুহূর্ত পর্যন্ত লতাজীর মুখে হাসি লেগে ছিল বলে জানালেন তাঁর চিকিৎসারত ডক্টর প্রতীত সামদানি।
গত ৮ই জানুয়ারি করোনা সংক্ৰমন নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লিজেন্ড সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তারপর তাঁর শরীরে নিউমোনিয়াও ধরা পড়েছিল। তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন ডক্টর প্রতীত সামদানী। গতকাল সকালে লতা মঙ্গেশকর সকলকে চিরবিদায় জানিয়ে চলে গিয়েছেন।
তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর সামদানী বলেন, "লতাজীর বয়স হয়েছিল ৯২ বছর, কোনো রকম ঝুঁকি না নিয়ে তাই তাঁকে প্রথম থেকেই আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে সবাই যেন তাঁর দিকেই বেশি মনোযোগ না দেন সেই ব্যাপারে তিনি একাধিকবার বলেছিলেন 'সবাইকেই সমানভাবে দেখা উচিত। আইসিইউতে থাকা সব রোগীকেই সমান গুরুত্ত্ব দেওয়া উচিত'। যখনই যে ধরনের চিকিৎসার প্রয়োজন হয়েছে লতাজী কখনও আপত্তি করেন নি, সব কিছুই মেনে নিয়েছেন। যখনই খবর পেয়েছি তাঁর শরীরের অবনতি হয়েছে ছুটে গিয়েছি। কিন্তু এবারে তাঁর শরীরের অবস্থা দিন কে দিন খারাপ হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর মুখে হাসি লেগেছিল, লতাজীর ঐ মিষ্টি হাসি আমি সারাজীবন ভুলতে পারব না।"
ডক্টর সামদানী বলেন, "লতাজীর শেষ মুহূর্তের সেই মিষ্টি হাসি আমার সারা জীবনের জন্যে পাথেয় হয়ে থাকবে। তাঁর শেষ মুহূর্তে যখন আমি তাঁর চিকিৎসা করছিলাম, তখন তিনি খুব কম কথা বলছিলেন। যদিও অন্যান্য সময়েও তিনি কম কথাই বলতেন। আমরা আপ্রাণ চেষ্টা করছিলাম তাঁকে সুস্থ করে তুলতে, তবে ঈশ্বরের বোধ হয় এবারে অন্য্ রকম পরিকল্পনা ছিল। তাই লতাজী আমাদের সবাইকে চিরদিনের মত ছেড়ে চলে গেলেন।"
গতকাল ভারতরত্ন কোটি কোটি মানুষের প্রিয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়ানের পর তাঁকে শেষ সন্মান জানিয়েছেন অগণিত মানুষ। গতকালই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে গোটা দেশ রাষ্ট্রীয় শোক পালন করছে। আজ সর্বত্র অর্থ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।