এবার খুলে যাচ্ছে প্রাইমারি স্কুলও - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার খুলে যাচ্ছে প্রাইমারি স্কুলও

Share This

এবার খুলে যাচ্ছে প্রাইমারি স্কুলও


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 14/02/2022 :  রাজ্যের করোনা সংক্রান্ত সরকারি বিধিনিষেধ 15ই ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হল। তবে আগামী 16ই ফেব্রুয়ারী থেকে ঐ বিধিনিষেধে আরও কিছু ছাড় ঘোষনা করল রাজ্য সরকার।

1) এবার খুলে যাচ্ছে রাজ্যের সব আইসিডিএস সেন্টারগুলি।  2) রাজ্যের সব প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলগুলিও খুলে দেওয়া হচ্ছে। এবার ক্ষুদে পড়ুয়ারাও স্কুলে গিয়ে পড়াশুনা করতে পারবে। 3) নৈশকালীন নিয়ন্ত্রণ যা এতদিন রাত্রি 11টা থেকে ছিল, তা পরিবর্তন করে রাত্রি 12 টা থেকে ভোর 5টা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ খুব এমারজেন্সি না থাকলে রাত্রি 12টা থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বের হওয়া চলবে না।

করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করার জন্যে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হ্যেচ্গে। বিশেষ করে এক জায়গায় জমায়েত না করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করা এবং মুখে মাস্ক ব্যবহার অবশ্যই করতে বলা হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages