আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৯/০২/২০২২ : প্রাক্তন কাউন্সিলারের মনোনয়ন পত্র ছিড়ে ফেলানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিংহের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিজিত।
জলপাইগুড়ি পুরসভায় মোট ২৫টি ওয়ার্ড রয়েছে। ১৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পৌলমী সাহা। তিনি ২০১৫ সালে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। এবছর পুরভোট তাঁর নাম নেই, সেই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিংহর (মুন্না) স্ত্রী তিয়াস সিংহ গোস্বামী। বুধবার সদর মহকুমাশাসক শাসক দফতরে মনোনয়ন জমা করতে এসেছিলেন প্রাক্তন কাউন্সিলয় তথা বিক্ষুব্ধ তৃণমূল নেত্রী বিদায়ী কাউন্সিলর পৌলমি সাহা।
সেখানে অভিজিতও তাঁর স্ত্রীকে নিয়ে মনোনয়ন জমা দিতে এসেছিলেন। অভিযোগ, নির্দল প্রার্থী পৌলমীর মনোনয়ন জমা করার প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। সেখানেই প্রতিবাদ ও বিক্ষোভ দেখান পৌলমী। যদিও অভিজিৎ অভিযোগ অস্বীকার করেছেন। পৌলমী বলেন, "আমার মনোনয়ন জমা করার সব তথ্য ছিড়ে ফেলেছেন অভিজিত।"
"ওঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, কিন্তু তাতে কাজ হবে তো ?" পাল্টা প্রশ্ন পৌলমীর। এদিকে ডিএসপি (সদর) সমীর পাল বলেন, "অভিযোগ করুন, বিষয়টি খতিয়ে দেখা হবে।"