আনিস হত্যাকান্ড : আমতা থানা অবরুদ্ধ, কলকাতায় মিছিল বামেদের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আনিস হত্যাকান্ড : আমতা থানা অবরুদ্ধ, কলকাতায় মিছিল বামেদের

Share This

আনিস হত্যাকান্ড : আমতা থানা অবরুদ্ধ, কলকাতায় মিছিল বামেদের
প্রয়াত ছাত্রনেতা আনিস খান 


আজ খবর (বাংলা), কলকাতা, আমতা, হাওড়া, পশ্চিমবঙ্গ, ২৪/০২/২০২২ :  আনিস খান হত্যাকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদের আঁচ ছড়িয়ে দিচ্ছে বাম সংগঠনগুলি। আজ কলকাতার রাজপথে যেমন প্রতিবাদ মিছিল দেখতে পাওয়া গেল, তেমন আনিসের পরিবারের সদস্যদের নিয়ে আমতা থানা অভিযান করতে দেখা গেল আমতার মানুষকে।

আজ আনিস খানের হত্যারহস্যের সমাধান চেয়ে প্রয়াত ছাত্রনেতা আনিস খানের পরিবার আমতা থানায় যেতে চাইলে বিশাল ব্যারিকেড করে আমতা থানা ঘিরে রাখা হয়।  আনিসের বাবা সালেম খান নিজেও থানায় ঢুকতে চেয়েছিলেন এবং থানায় গিয়ে কথা বলতে চেয়েছিলেন। তাঁদের পিছনে তখন বিশাল জনতা। আনিস খানের পরিবার তদন্তের ব্যাপারে পুলিশের ওপর কোনোভাবেই ভরসা করতে পারছে না, তারা আগেই এই ব্যাপারে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে রেখেছিল। কিন্তু সিবিআই নয়, এই ব্যাপারে তদন্ত করছে রাজ্য পুলিশের সিট্।


শুধু তাই নয়, আনিস হত্যাকাণ্ডে দুই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই দুই পুলিশ কর্মীরা জানিয়েছে তারা আনিসের বাড়িতে গিয়েছিল আমতা থানার ওসির নির্দেশে। ওসি সবকিছুই জানেন। এই বিবৃতি প্রকাশ্যে আসার পর আনিসের পরিবারের পুলিশের ওপর ভরসা আরও উঠে যায়।  তাঁরা আমতা থানার ওসিকেও গ্রেপ্তারের দাবী জানান। এই মর্মেই কথা বলতে আজ আনিসের পরিবার আমতা থানায় যেতে চেয়েছিল বলে মনে করা হচ্ছে। তাঁদের সাথে ছিলেন পীরজাদা কাশিম সিদ্দিকী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর অনুগামীরাও। উপস্থিত জনতার সাথে পুলিশের বচসা বেঁধে যায়।  এই সময় কেউ দুই একটা ঢিল ছোঁড়ে বলে অভিযোগ উঠেছে। যদিও শেষমেশ পীরজাদার আহবানে সকালেই সংযত থাকেন। এই সময় পীরজাদা ঢিল ছোঁড়ার ঘটনাকে 'তৃণমূলের উস্কানি' বলে মন্তব্য করেন এবং ঘোষণা করেন আগামী রবিবার হাওড়ার এসপি অফিস ঘেরাও করা হবে।  

আনিস খান হত্যার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়াগায় বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল সংগঠিত করা হচ্ছে। আজ পার্ক সার্কাসের আলিয়া বিশবিদ্যালয় থেকেও একটি বড় মিছিল বের করা হয়।  সেই মিছিলে অংশ নেয় ডিওয়াইএফআই  সহ বিভিন্ন বাম সংগঠনগুলি। কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার সামনে দিয়ে গিয়ে সেই মিছিল যখন কলেজ স্ট্রিটে পৌঁছায়, তখন পুলিশ সেই মিছিল আটকে দেয়।  সেখানে পুলিশের সাথে এক দফা সংঘাত বাঁধে ছাত্রদের। এরপর ছাত্ররা ফিরে আসে পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যামপাসে। 

ছাত্রদের বক্তব্য, আনিস হত্যাকাণ্ডে দুই জন চুনোপুঁটিকে গ্রেপ্তার করে আসল মাথাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। গোটাটাই নাটক চলছে। যদি এই দুইজন আসল অপরাধী হত, তাহলে আজ উলুবেড়িয়া আদালতে এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে চাওয়াই হল না কেন ? কেন এদেরকে জেল হেফাজতে পাঠানো হল ? তাহলে পুলিশের কাছে গোটা বিষয়টাই পরিস্কার ! এই ঘটনায় যেমন আনিসের পরিবার চাইছে, তেমন সিবিআই তদন্ত হওয়া উচিত। না হলে প্রকৃত অপরাধী কোনোদিনই ধরা পড়বে না। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages