কামারহাটিতে পুরভোটের প্রচার শুরু করল বিজেপি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কামারহাটিতে পুরভোটের প্রচার শুরু করল বিজেপি

Share This

কামারহাটিতে পুরভোটের প্রচার শুরু করল বিজেপি
বিজেপি প্রার্থী রঘুনাথ মন্ডল


আজ খবর (বাংলা), কামারহাটি, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 10/02/2022 : কামারহাটি অঞ্চলে এবার ভোটের প্রচারকাজ শুরু করে দিল গেরুয়া শিবির। গতকাল রাত্রে বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি প্রার্থীকে জনসংযোগ ও প্রচার করতে দেখা গেল ।

কামারহাটি পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের আসন্ন পুরভোটের বিজেপি প্রার্থী রঘুনাথ মন্ডল এর সমর্থনে গতকাল থেকে শুরু হল ভোট প্রচার। ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরজায় দরজায় পৌঁছে চলে ভোট প্রচারের প্রক্রিয়া। এই করোনাকালের মাঝে সমস্ত বিধিনিষেধ মেনে হাতে গোনা কয়েকজন  কর্মী-সমর্থকদের নিয়ে এ দিন সন্ধ্যাবেলায়  নিজের এলাকার বেশ কিছু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী রঘুনাথ মন্ডল। 

মানুষের দীর্ঘদিনের দুর্দশা জল নিকাশি ব্যবস্থা দূর করবেন, পানীয় জলের সঠিক ব্যবস্থাপনা করবেন এমন প্রতিশ্রুতিও দেন তিনি। আসন্ন পুরভোটে সুনিশ্চিত জয়লাভের  আশায় এদিন দরজায় দরজায় পৌঁছে ভোট প্রচার করেন প্রার্থী রঘুনাথ মন্ডল। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages