ভাল নেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভাল নেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র

Share This

ভাল নেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০২/২০২২ : ভাল নেই সংগীতশিল্পী নির্মলা মিশ্র। বয়স জনিত কারণেই বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায়  রয়েছেন বাংলা গানের জগতের অন্যতম নক্ষত্র নির্মলা মিশ্র।

দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন জন্মেছিলেন নির্মলা মিশ্র। বাবা ছিলেন পন্ডিত মোহিনীমোহন মিশ্র, মা ভবানী দেবী। বাড়িতে গান বাজনার চল ছিল ভালোমতোই। জ্যাঠামশাই মুরারীমোহন মিশ্রও ছিলেন সুগায়ক। তাঁদের পদবী ছিল বন্দ্যোপাধ্যায়। কিন্তু সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্যে তাঁদের 'মিশ্র' পদবী প্রদান করা হয়েছিল। বাবা মোহিনী মোহনকে 'পন্ডিত', 'সংগীতরত্ন' এবং 'সংগীতনায়ক'  দিয়েছিল কাশী সঙ্গীত সমাজ।

অসুস্থ নির্মলা মিশ্র (ছবি : সুব্রত রায়)

নির্মলা মিশ্র ১৯৬০ সালে প্রথমবার সুযোগ পেয়েছিলেন ছবিতে গান গাইবার। সেটি ছিল 'শ্রী লোকনাথ', একটি বহুল জনপ্রিয় ওড়িয়া সিনেমা। এরপর বেশকিছু ওড়িয়া সিনেমায় গান গেয়েছেন নির্মলা মিশ্র। বাংলা গানেও প্রচুর অবদান রয়েছে শিল্পী নির্মলার।  তাঁর গাওয়া 'এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না', 'আবেশে মুখ রেখে', 'বলতো আরশি',  'কাগজের ফুল বলে', 'মনে করো মনে মনে', 'এই বাংলার মাটি', 'আমি তো তোমার', 'ওগো তোমার আকাশ দুটি চোখে' এইসব বাংলা গান গেয়ে তিনি কালজয়ী হয়ে উঠেছিলেন। কলকাতার চেতলা অঞ্চলে থাকেন নির্মলা মিশ্র। বয়সজনিত কারণেই তিনি বর্তমানে বেশ অসুস্থ। একেবারে শয্যাশায়ী বলা যেতে পারে। তাই মন ভাল নেই তাঁর অনুরাগীদের তথা বাংলা গানের নস্টালজিক শ্রোতাদের।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages