নতুন ইস্তেহার প্রকাশ করে আধুনিক জলপাইগুড়ি নির্মাণের ডাক দিলেন বামেরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নতুন ইস্তেহার প্রকাশ করে আধুনিক জলপাইগুড়ি নির্মাণের ডাক দিলেন বামেরা

Share This

নতুন ইস্তেহার প্রকাশ করে আধুনিক জলপাইগুড়ি নির্মাণের ডাক দিলেন বামেরা


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 19/02/2022 : দুর্নীতিমুক্ত স্বচ্ছ গণতান্ত্রিক পৌরবোর্ড গঠনের আবেদন জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো বামফ্রন্টের নির্বাচনী ইশতেহার। জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট কার্যালয়ে শনিবার দুপুরে ইশতেহার  প্রকাশ করেন জেলা জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য। 

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পীযূষ মিশ্র, কৌশিক ভট্টাচার্য্য, আর এস পি নেতা প্রকাশ রায়,  সিপিআইএম নেতৃত্ব তথা সিপিআই (এম)সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল। জলপাইগুড়ি পৌরসভায় বিগত ১৫ বছর বামফ্রন্ট নেই। গত ৮ বছর ধরে পৌরসভায় ক্ষমতা দখল করে আছে অন্য দল। এই  সময় কালে পৌরসভা ঠিকাদার প্রোমোটার তোলাবাজদের আখড়ায় পরিণত হয়েছে। 

ঐতিহ্যশালী জলপাইগুড়ি পৌরসভায় তৃণমূলী অপশাসনের অবসানে তৃণমূল বিজেপি বিরোধী মানুষের জোট গঠন করে শহরের প্রত্যেকটি ওয়ার্ডে যেখানে বামফ্রন্টের প্রার্থী রয়েছে সেখানে সেই প্রার্থী কে, আর যেখানে বামফ্রন্টের প্রার্থী নেই সেখানে তৃণমূল বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তিশালী প্রার্থী কে জয়যুক্ত করার আহ্বান জানান বামফ্রন্ট নেতৃবৃন্দ। 


বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য বলেন, "এটা কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, সারাবছর মানুষের পাশে থাকে বামপন্থীরা, আর বিপদের দিনে বন্ধু চেনা যায়। করোনা অতিমারির সময় যারা মানুষের পাশে থেকেছেন তাঁরাই এবারে বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী। এবার মানুষের দায়িত্ব আগামী ২৭ তারিখ এঁদেরকে জয়যুক্ত করে উন্নত পৌর পরিষেবার লক্ষ্যে বাম গণতান্ত্রিক শক্তির পৌর বোর্ড গঠন করা। 

আধুনিক জলপাইগুড়ি গড়ার ডাক দেওয়া হয়েছে এই নির্বাচনী ইশতেহারে। শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের শহর জলপাইগুড়িতে সংস্কৃতি চর্চার কেন্দ্রগুলি উন্নয়ন, যানজট মুক্ত শহর গড়ে তুলতে বিকল্প রাস্তা, শহরের বিভিন্ন স্থানে টোটো স্ট্যান্ড, শহরের আবর্জনা নিষ্কাশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কে সঠিক ভাবে রূপায়িত করা, বস্তি উন্নয়ন হাউস ফর অল প্রকল্পে আওতায় বিনামূল্যে পানীয় জল পরিষেবা, শহরের নাগরিকদের স্বল্পমূল্যে বাড়িতে জলের কানেকশন এর ব্যবস্থা করা, আম্রুত প্রকল্পের মাধ্যমে শহরের প্রতিটি বাড়ি শুধু নয় প্রতিটি বহুতলে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া, পৌর এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকল্পে আরো বেশি করে স্বাস্থ্য কেন্দ্র গঠন, সেই স্বাস্থ্য কেন্দ্রের স্বল্পমূল্যে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট করানো সুবিধা প্রদান, শহরের বিভিন্ন লাইব্রেরী ও বিভিন্ন স্থানে ছাত্র-ছাত্রীদের স্বার্থে ফ্রিওয়াইফাই জোন তৈরি করা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এই নির্বাচনী ইশতেহারে। 

শহরের বিভিন্ন জায়গায় বামফ্রন্টের প্রার্থীদের ফ্লেক্স, ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ ছিড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য জানান "আসলে শাসকদল ভয় পেয়েছে, আর ভয় পেয়েছে বলেই ওরা বিভিন্ন ওয়ার্ডে নির্দল প্রার্থীদের মনোনয়ন দিতে বাধা দিয়েছে। ফ্লেক্স ব্যানার পোস্টার ছিঁড়ে বামপন্থীদের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। আমরা লড়াইয়ে আছি, রাস্তায় আছি আর মানুষ যদি এবারের পৌর নির্বাচনে নিজের ভোট নিজে দিতে পারেন তবে আমরা অবশ্যই জয়যুক্ত হব।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages