সরস্বতী পূজা থাকলেও দাম পাচ্ছেন না প্রতিমা শিল্পীরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সরস্বতী পূজা থাকলেও দাম পাচ্ছেন না প্রতিমা শিল্পীরা

Share This

 

সরস্বতী পূজা থাকলেও দাম পাচ্ছেন না প্রতিমা শিল্পীরা

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০২/২০২২ : সরস্বতী ঠাকুরের মূর্তির দাম এই বছর একটু বেশি পাওয়া যাবে এমন আশা করলেও দাম যে খুব একটা বেশী পাওয়া যাচ্ছে তা নয়, বলে জানালেন প্রতিমা শিল্পীরা।

আগামীকাল রাজ্যে সরস্বতী পূজা। রাজ্যের সর্বত্র সরস্বতী পূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পড়ুয়ারা যেমন স্কুল ও কলেজে বাগদেবীর আরাধনা করে, তেমন অনেকেই বাড়িতেও বিদ্যা ও জ্ঞানের দেবীকে পূজা করে থাকেন। সরস্বতী প্রতিমার শিল্পীরা খুব ব্যস্ত এই সময়টায়। মূর্তিতে দেওয়া হচ্ছে তুলির শেষ টান।  মূর্তি বিক্রিও শুরু হয়ে গিয়েছে। অন্যান্য বছরে এক মাস আগে থেকেই অর্ডার পাওয়া যেত, সেভাবেই মূর্তি তৈরি করা হত।  কিন্তু এই বছর পরিস্থিতি অনেকটা অন্যরকম বলে জানাচ্ছেন প্রতীমা শিল্পীরা।

গত দুই বছর দেশে করোনা পরিস্থিতিতে প্রতিমা শিল্পীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেভাবে পূজাও হয় নি, যার ফলে মূর্তি বিক্রি হয় নি, দাম পাওয়াও যায় নি।  কিন্তু এবার একটু আশায় ছিলেন প্রতিমা শিল্পীরা। করোনা সংক্ৰমন থাকলেও বিধিনিষেধে অনেকটা ছাড় দিয়েছে রাজ্য সরকার। তাছাড়া দীর্ঘদিন বন্ধ থাকলেও গতকাল থেকে খুলে গিয়েছে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরস্বতী ঠাকুরের অর্ডার আসছে বটে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাজেট খুব কম।  


সরস্বতী পূজা থাকলেও দাম পাচ্ছেন না প্রতিমা শিল্পীরা। রাজ্যে করোনার তৃতীয় ঢেউ এবং ওমিক্রনের  সাঁড়াশি চাপে বেশ কিছুদিন ধরেই কড়া  স্বাস্থ্যবিধির  মধ্যে দিয়ে চলতে হয়েছে সাধারণ মানুষকে। বাজারে টাকার লেনদেনও কম থাকায় মানুষের হাতে টাকা নেই, যার ফলে পূজার বাজেটেও তার প্ৰভাব পড়েছে। তাই এই বছর একটু আশা থাকলেও প্রতিমা শিল্পীরা খুব বেশি যে লাভবান হচ্ছেন তা নয়। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages