বুধবার শিলিগুড়ি পৌর কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ডে অবস্থিত শিবমঙ্গল স্কুলে এক ছাত্রকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে আজ একটি সামাজিক সংগঠনের ব্যানারে আশরাফ নগর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিবমঙ্গল স্কুলে পৌঁছায়।
ওই ছাত্রের নাম নমন সাইনি বলে জানা গেছে। ছাত্রের মা জানিয়েছেন, "এর আগে সে একটি বেসরকারি স্কুলে পড়ত, কিন্তু মহামারীর কারণে নমনকে শিবমঙ্গল স্কুলে ভর্তি করা হয়। বুধবারই প্রথম স্কুলে পৌঁছায় সে। নমন সাইনির মা আরও জানিয়েছেন, অনুপ নামে এক স্কুল শিক্ষক নমন সাইনিকে ত্রিপল বাঁধতে বলেছিলেন, নমন সাইনি ভেবেছিল যে শিক্ষক অন্য কাউকে সেই কাজটি করতে বলছেন। এতে নমন যখন তাঁর কথায় কর্ণপাত না করে এগিয়ে যায়, তখনই ঐ শিক্ষক তাকে ধরে ফেলেন এবং তাঁকে খুব মারধর করে।"
সংগঠনের সদস্য, স্থানীয় লোকজন ও নমন সাইনির মা অভিযোগ করেছেন, ঘটনার পর ৩ দিন হয়ে গেছে, তারপরও স্কুল ম্যানেজমেন্ট বসে আছে। বিক্ষোভ চলাকালে লোকজন বলেছেন, যখনই তাঁরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চান, তিনি থাকেন না। শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অভিভাবকগণ।
শিবমঙ্গল বিদ্যালয়ের সহ-শিক্ষিকা প্রতিজ্ঞা বোস বলেছেন যে 'নমন সাইনির পরিবার এবং প্রতিবাদকারী লোকেরা এই বিষয়টিকে নিয়ে বাড়াবাড়ি করছে, এই সমস্যাটি বসেও সমাধান করা যেতে পারে।' যদিও শিক্ষিকা প্রতিজ্ঞা বসু বলেছেন যে কী হয়েছে তা কেবল ওই শিক্ষক এবং ওই ছাত্রই জানে। তিনি আরও বলেছেন যে স্কুলের কোনো শিক্ষক বা শিক্ষিকা এ ধরনের কাজ করেন না। তবে এ বিষয়ে আজ সন্ধ্যায় বৈঠক করে সমাধান করা হবে।