আজ খবর (বাংলা), তারকেশ্বর, হুগলী, পশ্চিমবঙ্গ, 28/02/2022 : আগামীকাল ১ লা মার্চ শিব রাত্রির বিশেষ তিথিতে খুলতে চলছে তারকেশ্বর মন্দিরের গর্ভ গৃহ।এতদিন মন্দির খোলা থাকলেও ভক্তদের গর্ভ গ্রহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল মন্দির কর্তৃপক্ষ।
মন্দির চত্বরে বিজ্ঞপ্তি জারি করে গর্ভ গৃহে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
করোনা পরিস্থিতির কারণে বার বার মন্দির খোলার সময় সীমার উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। আবার কখনো কখনো মন্দির সম্পূর্ণ বন্ধ রাখাও হয়েছিল।গত বছর ১১ ই নভেম্বর থেকে করোনার পূর্বের মন্দির খোলার যে নির্ধারিত সময় সীমা ছিল, সেই সময় ফিরিয়ে আনে মন্দির কর্তৃপক্ষ;
অর্থাৎ সকাল ৫:৩০ থেকে রাত্রি ৮ টা পযন্ত দর্শনার্থীদের জন্য খোলা ছিল মন্দির।কিন্তু গর্ভ গৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল মন্দির কর্তৃপক্ষ।অর্থাৎ চোঁয়ার মাধম্যে জল ঢালতে হতো ভক্তদের।এবার আগামী ১ লা মার্চ থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিল মন্দির কর্তৃপক্ষ।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার