আজ খবর (বাংলা), হাওড়া, পশ্চিমবঙ্গ, ১০/০২/২০২২ : ক্লাসের মধ্যে বেঞ্চে বসা নিয়ে নিয়ে বচসা, আর তা থেকেই হাতাহাতিতে জড়ালো একই ক্লাসের দুই সহপাঠিনী। কড়া ব্যবস্থা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল রাজ্যে করোনার সংক্ৰমন বেড়ে যাওয়ার জন্যে। দীর্ঘদিন পড়ুয়ারা স্কুলে যেতে পারে নি, বন্ধুদের সাথে দেখা হয় নি। ক্লাসের বেঞ্চে একসাথে বসাও হয় নি। একসাথে হৈ হুল্লোড় করে খেলাও হয় নি। তাই রাজ্যের ছোট ছোট পড়ুয়াদের মন ছিল বেশ খারাপ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সরস্বতী পুজোর একদিন আগেই খুলে গিয়েছে রাজ্যের স্কুলগুলি। উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে ক্লাসে বসে পড়াশুনা করতে শুরু করেছে। আর ছোটরা পাড়ায় শিক্ষালয়ে গিয়ে পড়াশুনা করতে শুরু করেছে।
দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে পড়ুয়াদের মন ভাল হয়ে উঠছে। ফের একবার স্কুলের চেনা পরিববেশ ফিরে পেয়ে তারা বেশ খুশী হয়েছে। তবে বিপরীত চিত্র দেখতে পাওয়া গেল হাওড়ার জগদীশপুর হাই স্কুলে। সেখানে ক্লাস ইলেভেনের দুই ছাত্রীর মধ্যে বচসা এবং তা থেকে হাতাহাতির ঘটনায় ধুন্ধুমার ঘটে গেল স্কুলের মধ্যেই। দুটি ক্লাসের মাঝে বেঞ্চে বসা নিয়ে দুই সহপাঠিনীর মধ্যে প্রবল বচসা শুরু হয়ে গিয়েছিল। যা সঙ্গে সঙ্গেই হাতাহাতিতে পৌঁছে যায়। দুই ছাত্রী ক্লাসের মধ্যেই মারামারি করতে থাকে। অন্যান্য বন্ধুরা তাদের ছাড়ানোর চেষ্টা করে।
জগদীশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদাস কুমার বলেন, "এই ধরনের ঘটনা অনভিপ্রেত। আমি ক্লাস টিচারকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্যে। দুই ছাত্রীকেই চিহ্নিত করা হয়েছে, তাদের অবিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। তাঁদের সাথে বৈঠক করা হবে। একজন কাউন্সিলারকেও ডাকা হয়েছে। তিনিও ছাত্রীদের সাথে কথা বলে দেখবেন, কেন ঐ দুই ছাত্রী এমন ধরনের আচরণ করল ! স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কড়া মনোভাব দেখাবে।"