আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 19/02/2022 : গরু পাচার কাণ্ডে মুল অভিযুক্ত এনামুল হককে দিল্লী থেকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ এনামুলকে দিল্লী আদালতে তোলা হবে।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে কিছু বিএসএফ জওয়ানের সাথে হাত মিলিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করত এনামুল, এই অভিযোগে এর আগে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। কিন্তু গত জানুয়ারী মাসে সুপ্রীম কোর্ট তাকে জামিন দিয়েছিল। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ এনামুলকে জামিন দিয়েছিল।
সিবিআই সূত্রে জানা গিয়েছে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে মুর্শিদাবাদ জেলায় বিশেষ কিছু জায়গা দিয়ে গরু পাচার করত এনামুল হক। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। তা সত্বেও সে ভারতে প্রবেশ করেছিল।
গত জানুয়ারী মাসে সুপ্রীম কোর্টের নির্দেশে সে জামিন পেলেও এবার ইডির জালে ফের একবার ধরা পড়ল গরু পাচারকারীদের মুল পান্ডা এনামুল হক।