আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 25/02/2022 : নির্বাচন বিধি অনুযায়ী প্রচার পর্ব শেষ হতেই সুষ্ঠু এবং অবাধ ভোট গ্রহণের লক্ষে এরিয়া ডোমিনেশনের কাজে নামলো বিশেষ বাহিনী।
শুক্রবার বিকেলে শেষ হলো জলপাইগুড়ি সহ ময়নাগুড়ি, এবং মালবাজার পৌর নির্বাচনের প্রচার পর্ব।আগামী রবিবার হবে তিনটি পৌরসভার মোট সাতান্নটি আসনে ভোট গ্রহণ।
ভোটের দিন যাতে শান্তিপূর্ন ভাবে ভোটদাতারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই দিকটি মাথায় রেখে, জলপাইগুড়ি পৌরসভার পঁচিশটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শুক্রবার বিকেল থেকেই রাজ্য পুলিসের বিশেষ সশস্ত্র বাহিনীর জওয়ানদের টহল শুরু হয়েছে।
এই প্রসঙ্গে কোতয়ালী থানার আই সি অর্ঘ্য সরকার জানান, "অবাধ এবং শান্তি পূর্ন ভাবে পৌরসভা নির্বাচন সংগঠিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শহরের বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করেছে বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা।"