গান গেয়ে বিশ্বজয় কলকাতার মেয়ে পূজার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গান গেয়ে বিশ্বজয় কলকাতার মেয়ে পূজার

Share This

গান গেয়ে বিশ্বজয় কলকাতার মেয়ে পূজার
পূজা পারেখ


আজ খবর (বাংলা),  মুম্বই, মহারাষ্ট্র, 14/02/2022 :  পূজা পারেখ, কলকাতার এই সঙ্গীত শিল্পী মন জয় করে চলেছে গোটা বিশ্বের। দুবাই, সিঙ্গাপুর, মালেশিয়া, কেনিয়া, নেপাল, ইন্দোনেশিয়া এবং লন্ডনের পর অন্যান্য দেশেও তাঁর সুরের জাদু মেলে ধরছেন।

পন্ডিত অজয় চক্রবর্তীর শিষ্যা শ্রীমতি রুপা চৌধুরী ও আর এক শিষ্য পন্ডিত শুভদীপ মুখার্জির থেকে তালিম নিয়েছেন পূজা পারেখ। তারপর পেশাগতভাবে গান বাজনা শুরু করেছিলেন 2013 সালে। 


আধুনিক গানের পাশাপাশি লোক সঙ্গীত গেয়েও প্রচুর সুনাম অর্জন করেছেন পূজা। স্কুল বা কলেজে পড়াশুনা করার সময়েও ভাল গান গেয়ে নজর কেড়েছিলেন পূজা। কলেজে পড়ার সময় পূজা গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। সেই প্রতিযোগিতায় বিচারক ছিলেন প্রখ্যাত গায়ক ও সুরকার কৈলাশ খের। পূজার গান শুনে সেদিনই কৈলাশজি পূজাকে আশীর্বাদ করে বলেছিলেন, "চালিয়ে যাও সঙ্গীত নিয়ে তুমি অনেক দুর পর্য্যন্ত যাবে।" 

সেদিনকার পূজা সত্যিই অনেকটা দুর পর্যন্ত এগিয়ে গিয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তে তো বটেই, এখন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে গান শুনিয়ে অসংখ্য মানুষকে মোহিত করে তুলছেন কলকাতার মেয়ে পূজা পারেখ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages