আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৫/০২/২০২২ : সকালবেলাতেই ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠল উত্তর ভারতের বিশাল একটা অংশ। ভূকম্পন অনুভূত হয়েছে সমগ্র জম্মু ও কাশ্মীরে, রাজধানী দিল্লীতে এবং দিল্লীর আশেপাশের বেশ কিছু জায়গায়।
আজ সকাল ৯টা ৪৬ মিনিট নাগাদ হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে। বেশ জোরদার ঝাঁকুনি থাকায় কাশ্মীরের জনজীবন আচমকা স্তব্ধ হয়ে যায়। রাস্তায় যাতায়াতকারী গাড়িগুলিও চলতে চলতে মাঝপথে দাঁড়িয়ে যায়। ভূকম্পন অনুভূত হয়েছে দিল্লী, নয়ডা এবং তার আশেপাশের জায়গাগুলিতেও। অনেককেই বাড়ি ছেড়ে রাস্তায় বা খোলা জায়গায় বেরিয়ে আসতে দেখা যায়। আজ কাশ্মীর বা দিল্লীতে যে ভূকম্পন অনুভূত হয়েছে, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৭;
উত্তর ভারতে জোরদার ভূমিকম্প হলেও এই ভূমিকম্পের উৎস্য ছিল আফগানিস্তান ও তাজাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বলে জানা গিয়েছে। ভূকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮৩ কিলোমিটার গভীরে। আফগানিস্তান ও তাজাকিস্তানেও ব্যাপকভাবে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প হওয়ার পরেই সেখানকার লেফটেন্যান্ট গভর্নরকে ফোন করে সার্বিক পরিস্থিতির কথা জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন ভূকম্পন জনিত কোনো ক্ষয়ক্ষতি ঘটে থাকলে তা যেন দ্রুত কেন্দ্র সরকারকে জানানো হয়।