আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 16/02/2022 : তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা কার্যালয়ের উধবোধন হলো বুধবার।
একদিকে সামনেই পৌর নির্বাচন, এরই মধ্যে জলপাইগুড়ি সতেরো নম্বর ওয়ার্ডে অবস্থিত কদমতলা বাস স্ট্যান্ডে উদ্বোধন হলো তৃণমূল কংগ্রেস দলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির জেলা কার্যালয়ের।
উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকরা। অন্যান্যদের মধ্যে উপিস্থিত ছিলেন ওই এলাকার পৌর নির্বাচনে তৃণমূল প্রার্থী দিলীপ বর্মা, সহ আই এন টি টি ইউ সির জেলা নেতৃত্ব।
এই প্রসঙ্গে সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকরা বলেন, "খেটে খাওয়া শ্রমিক ভাইদের নানান সমস্যার সমাধান হবে এই নতুন ভবন থেকে।"
অপরদিকে উক্ত এলাকা থেকে পৌর ভোটে তৃণমূল প্রার্থী দিলীপ বর্মা জানান, নির্বাচনী প্রচারে ভালো সাড়া পাচ্ছেন এলাকার গণদেবতাদের থেকে।
রিপোর্ট : পিনাকি রঞ্জন পাল