জমে উঠেছে পুরভোট প্রচারের বাগযুদ্ধ তরজা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জমে উঠেছে পুরভোট প্রচারের বাগযুদ্ধ তরজা

Share This

জমে উঠেছে পুরভোট প্রচারের বাগযুদ্ধ তরজা
বিমান ঘোষ (বিজেপি)


আজ খবর (বাংলা), পুড়শুড়া, আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ, ২৪/০২/২০২২ : আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল তরজায় জমে উঠেছে নির্বাচনী লড়াই ৷ বিশেষ করে পুরভোটের আগে বিজেপি ও তৃণমূল প্রার্থীদের বাকযুদ্ধের তরজা কিন্তু বেশ জমে উঠেছে।

পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ নির্বাচনী প্রচারে এসে উত্তরপাড়ার বিদায়ী পৌরপ্রশাসক দিলীপ যাদবকে কটাক্ষ করে বলেন, " জানেন তো ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়।" তিনি আরো বলেন, "উন্নয়নের নামে এখানে শুধু দুর্নীতি হয়েছে৷ উত্তরপাড়ার পৌরপ্রশাসকের চারটে বাড়ি কোথা থেকে হলো তা সব মানুষ জানে ৷আর দুর্নীতি লুকিয়ে রাখার জন্য নিজের আত্মীয়, পেটোয়া লোক জনকে প্রার্থী করা হয়েছে ৷"  এদিন তিনি বলেন, "ভোট যদি অবাধ এবং শান্তিপূর্ন হয় তবে বিজেপিকে মানুষ নির্বাচিত করবে৷"

দিলীপ যাদব (তৃণমূল)

এদিকে বিজেপি বিধায়ক বিমান ঘোষের পাল্টা দিয়ে বিদায়ী পৌরপ্রশাসক দিলীপ যাদব বলেন, "ও আগে সিপিএম করতো।  সিপিএম এর ভুত এখনো ওর মাথা থেকে নামেনি ৷ কি এমন ঘটনা হলো যে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করে নেতা হয়ে গেল ?  ও কি করতো আর কোথায় পৌছেছে সেটা আয়নায় দেখলে ওকে আত্মহত্যা করতে হবে৷ এবার বিজেপির দাবী অনুযায়ী আয়ারল্যান্ড,সুইজারল্যান্ড থেকে সেনা আসবে ভোট করতে, ওদের মোদি, অমিত শাহ কেন্দ্রীয় বাহিনী আসায় বিধানসভায় ২১৩টি আসন তৃণমূল পেয়েছে ৷ এবার চব্বিশ শুন্যে তৃনমূল জয়লাভ করবে৷"

রিপোর্ট : রাকেশ চক্রবর্তী , হুগলী

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages