আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 16/02/2022 : দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে ঢুকে পড়তে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। দিল্লী পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আজ এক ব্যক্তি একটি গাড়ি নিয়ে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে জোর করে ঢুকে পড়তে গিয়েছিল। সেই সময় সেখানে থাকা কর্তব্যরত নিরাপত্তাকর্মী ও পুলিশ কর্মীরা ধরে ফেলেন ঐ ব্যক্তিকে। এরপর দিল্লী পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, শান্তনু রেড্ডি নামে ঐ ব্যক্তি ব্যাঙ্গালোরের বাসিন্দা। ঐ ব্যক্তি অজিত ডোভালের সাথে দেখা করতে চাইছিল। ঐ ব্যক্তির দাবী তার শরীরের মধ্যে একটি চিপ বসানো আছে, যদিও পুলিশের তরফ থেকে তার ঐ দাবী উড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঐ ব্যক্তিকে মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে করছে দিল্লী পুলিশ। ঐ ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।