ভেঙ্গে পড়ছে স্কুলবাড়ি, তবু আতঙ্ক নিয়ে পড়াশুনা করছে ক্ষুদে পড়ুয়ারা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভেঙ্গে পড়ছে স্কুলবাড়ি, তবু আতঙ্ক নিয়ে পড়াশুনা করছে ক্ষুদে পড়ুয়ারা

Share This

ভেঙ্গে পড়ছে স্কুলবাড়ি, তবু আতঙ্ক নিয়ে পড়াশুনা করছে ক্ষুদে পড়ুয়ারা


আজ খবর (বাংলা), নসিবপুর, হুগলী, পশ্চিমবঙ্গ, 23/02/2022 : হুগলী জেলার নসিবপুর প্রাথমিক বিদ্যালয়ের স্কুল বাড়ির অবস্থা একটি হানা বাড়ির রূপ নিয়েছে। রীতিমত ভেঙ্গে পড়তে শুরু করেছে। ছোট ছট পড়ুয়ারা পড়াশুনা করছে প্রাণ হাতে করে।


স্কুল বাড়ীটি দ্বিতল ভবন হলেও ওপর তলাতে ক্লাস করানোর উপযুক্ত পরিকাঠামো নেই। চার দিকে দেয়ালে বড়ো বড়ো ফাটল, ছাদ থেকে জল পড়ে, বসার জায়গাটুকুও নেই। নিচের তলায় তিনটি ঘরে কোনও মতে গাদাগাদি কোরে বসে কচিকাঁচারা বসে ক্লাস করছে। 


এমন কী শিশুরা স্কুলে মিড ডে মিল খাওয়ার সময় তাদের খাবারের মধ্যে বলি সিমেন্ট ঝরে পড়ছে। প্রায়ই স্কুল বাড়ির অংশ ভেঙে পড়ার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। স্কুলের শিক্ষক থেকে অবিভাবক সবই খুবই দুশ্চিন্তায় রয়েছেন, যে কোন মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওই স্কুলের শিক্ষক বলেন যে সব ঊর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ওনারা এসে দেখে গেছেন। কিন্তু কোনও কাজের কাজ কিছুই হয়নি। উল্লেখ্য কিছু ছাত্র ছাত্রীদের নিয়ে পাশের একটি ক্লাব ঘরে ক্লাস করছেন শিক্ষকরা, ভয়ে আতঙ্কে ওই স্কুল বাড়িতে ঢুকতেই চাইছে না কেউ।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages