গতকালের নিষ্ক্রিয় পুলিশ আজ অতি সক্রিয় : বামফ্রন্ট - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গতকালের নিষ্ক্রিয় পুলিশ আজ অতি সক্রিয় : বামফ্রন্ট

Share This

গতকালের নিষ্ক্রিয় পুলিশ আজ অতি সক্রিয় : বামফ্রন্ট


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 28/02/2022 : জলপাইগুড়িতে বাম কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করল। 

বামেরা অভিযোগ করে বলেছে,  'যে পুলিশ গতকাল ভোট লুঠের সময় নিষ্ক্রিয় ছিল, সেই পুলিসকেই আজ দেখা গেল অতি সক্রিয় হতে।'  বাম কর্মী সমর্থকেরা অভিযোগ জানিয়েছেন, গতকাল যখন ভোটের নামে ছাপ্পা ভোট হচ্ছিল, ব্যাপক রিগিং হচ্ছিল, একের পর এক বুথ জ্যাম করার প্রক্রিয়া চলছিল, সেই সময় এই পুলিশদের দেখা পাওয়া যায় নি। দেখা পাওয়া গেলেও তাদেরকে নিষ্ক্রিয় থাকতেই দেখা গিয়েছে।

গতকালের ভোট লুটের প্রতিবাদ করতে আজ সোমবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরে বামফ্রন্টের প্রতিনিধিরা মিছিল করে স্লোগান দিয়ে স্মারকলিপি দিতে এলে তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ৷ মহিলাদের ওপরও লাঠিচার্জ হয়। বিক্ষোভ মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ আক্রমণ চালাতেই দু'পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। বামপ্রার্থী দুর্বা ব‍্যানার্জি‌কেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। 

পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য সহ অনেক নেতা কর্মী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages