আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০২/২০২২ : কুনাল ঘোষের পর এবার আর এক তৃণমূল নেতা সব্যসাচী দত্ত জল্পনা বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে।
এর আগে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছিলেন, 'বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিজেপিতে দমবন্ধ করা পরিবেশ হয়ে গিয়েছে। তাই তিনি যে কোনো উপায়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন। শুভেন্দু তৃণমূলের সাথে যোগাযোগ করতে চাইছেন'। আজ কুনাল ঘোষের সেই বক্তব্যের সূত্র ধরেই আর এক তৃণমূল নেতা সব্যসাচী দত্ত সাংবাদিকদের বলেন, "শুভেন্দু অধিকারী যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে চাইছেন। তিনি আর বিজেপিতে থাকতে চাইছেন না।" সব্যসাচী আজ শুভেন্দু অধিকারীকে 'অতৃপ্ত আত্মা' বলেও উল্লেখ করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু পরে তিনি বিজেপি ছেড়ে দিয়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। এবার বিধাননগর পুরভোটে তিনি বিধানগর থেকে তৃণমূলের হয়ে পুর নির্বাচনে প্রার্থীও হয়েছেন। শুভেন্দু অধিকারী সম্পর্কে তাঁর এই মন্তব্য নির্বাচনী প্রচারেরই অঙ্গ কিনা তা অবশ্য তিন খোলসা করেন নি।
সব্যসাচী দত্তের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর তরফ থেকে বা বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায় নি। তবে বিজেপি নেতা অনুপম হাজরা সব্যসাচী দত্তের এই ধরনের মন্তব্যকে তীব্র নিন্দা করেছেন।