আজ খবর (বাংলা), পানাজি, গোয়া, ০৯/০২/২০২২ : গোয়ায় কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। অভিযোগ জানানো হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বিরুদ্ধেও।
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে গোয়ায় রাজনৈতিক পরিবেশ তুঙ্গে উঠেছে। সব রাজনৈতিক দল সেখানে প্রচার চালিয়ে যাচ্ছে। আরব সাগরের পাড়ে তৃণমূল কংগ্রেসও এবার সেই ভোট যুদ্ধে নেমেছে। কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানিয়ে বলা হয়েছে যে, গোয়ায় প্রচার করতে গিয়ে তাদের দলের কেউ কোভিড প্রটোকল মানছে না। কংগ্রেসের প্রচার বা জনসভাগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, কেউই প্রায় মাস্ক ব্যবহার করছে না। প্রচুর পরিমাণে মানুষ এক জায়গায় জমায়েত করে কোভিড সংক্রান্ত সব রকম বিধি নিষেধ ভঙ্গ করছে। এতে করে গোয়ায় বেড়ে যেতে পারে কোভিড সংক্ৰমন।
শুধু তাই নয়, নির্বাচনে প্রতীক সংক্রান্ত যেসব নির্দেশাবলী রয়েছে, সেগুলিকেও লংঘন করে চলেছে কংগ্রেস। তাই তাদের জাতীয় দলের তকমাও তুলে নেওয়া উচিত বলে মন করছে গোয়ার তৃণমূল কংগ্রেস ইউনিট। নির্বাচন কমিশনে তৃণমূল অভিযোগ জানিয়ে বলেছে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ছাড়াও কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রী যাঁরা কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি লংঘন করছেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ব্যবস্থা নেওয়া হোক।