ফের বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফের বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিল

Share This

ফের বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিল


আজ খবর (বাংলা), থানে, মহারাষ্ট্র, 18/02/2022 : শীতকাল যেতে না যেতেই বার্ড ফ্লু আতঙ্ক ফের মাথাচাড়া দিল ভারতে। বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে মহারাষ্ট্র রাজ্যে।

মহারাষ্ট্রের থানে জেলার সাহাপুর তহশিলের অন্তর্গত ভেলোলি গ্রামে একটি মুরগীর খামারে 100টি মুরগীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় প্রাণী বিকাশ দপ্তরে। সরকারের তরফ থেকে ঐ খামার থেকে নমুনা সংগ্রহ করে পুনের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

ঐ গ্রামে 1 কিলোমিটারের মধ্যে অন্তত 25 হাজার মুরগী বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী দুই একদিনের মধ্যে তাই ঐ 25 হাজার মুরগীকে কালিং করা হবে। 25 হাজার মুরগীকে মেরে ফেলার সরকারি অর্ডারও বেরিয়ে গিয়েছে।

আভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু এমন এক ধরনের রোগ যা পাখীদের মধ্যেই সংক্রমিত হয়। সাধারণত বন্য পাখীদের পালখ এবং ঠোঁটের মাধ্যমে অন্যান্য পাখীদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages