আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০২/২০২২ : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরতে চাইছেন বলে আজ সাংবাদিক বৈঠকে দাবী করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
কুনাল ঘোষ আজ বলেছেন, "বিজেপি এমন একটা রাজনৈতিক দল, যাদের এই রাজ্যে পায়ের নিচে কোনো জমি নেই। তাদের কোনো ভিত্তি নেই। দলটাই ভেঙে পড়েছে। এই দলে আদি বিজেপি এবং তৎকাল বিজেপির মধ্যে যে ব্যাপক দ্বন্দ রয়েছে, তা মানুষ দেখতে পাচ্ছে। তার মধ্যে আবার পরিযায়ী বিজেপি এসে দলটাতে ভাগ বসাতে চাইছে। পুরভোটে প্রার্থী পাচ্ছে না বিজেপি। তাই চুপি চুপি প্রার্থী তালিকা প্রকাশ করতে হচ্ছে তাদেরকে।"
শুভেন্দু অধিকারী সম্বন্ধে কুনাল ঘোষ বলেন, "শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন ইডি এবং সিবিআইএর হাত থেকে বাঁচতে। এখন বিজেপিতে দমবন্ধ করা পরিস্থিতি শুভেন্দুর, তিনি বুঝতে পারছেন বিজেপিতে এখন আর তাঁর কোনো ভবিষ্যৎ নেই। তাই নানান কৌশলে তিনি চাইছেন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে। কাঁথি পুরসভায় তাঁর বাবা বা ভাই বা পরিবারের কাউকেই টিকিট দেয়নি বিজেপি। এটা অধিকারী পরিবারের কাছে বিরাট বড় একটা ধাক্কা। বিজেপি দলে এখন শুভেন্দু বিরোধী দলনেতা, নাকি শান্তনু ঠাকুর বিক্ষুব্ধ বিরোধী হয়ে উঠছেন সেটাই ঠিক করতে পারছে না ওরা। শান্তনু ঠাকুর যে বিক্ষুব্ধ হয়ে উঠছেন, সেই খবরই ছিল না সুকান্ত মজুমদারের কাছে।"
উল্টোদিকে নিজের দল সম্বন্ধে কুনাল ঘোষ বলেন, "তৃণমূল এখন অনেকটা বড় রাজনৈতিক দলে পরিণত হয়ে গিয়েছে। কলেবরেও বেড়েছে। দেশজুড়ে তৃণমূলের প্রতি আগ্রহ বেড়েছে অন্যান্য নেতাদের।"