গোয়ায় চলছে ভোট গ্রহণ পর্ব - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গোয়ায় চলছে ভোট গ্রহণ পর্ব

Share This

গোয়ায় চলছে ভোট গ্রহণ পর্ব


আজ খবর (বাংলা), পানাজি, গোয়া, 14/02/2022 :  আজ গোয়ায় চলছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। শকাল 11টা পর্যন্ত গোয়ায় 26.63% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

গোয়ায় মোট আসন সংখ্যা 40, বিভিন্ন রাজনৈতিক দলের মোট 301 জন প্রার্থী হিসেবে ভোটে লড়াই করছেন এখানে। রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস। আজ সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত।


গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লড়াই করছেন গোয়ার সাঙ্কুয়েলিম কেন্দ্র থেকে। আর এই কেন্দ্রেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে। এখানে 33%এর বেশি ভোট পড়েছে এখনও পর্যন্ত। কুইপেম কেন্দ্রে ভোট পড়েছে 31% এবং কানাকোনা কেন্দ্রে শকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 30.60%।

গোয়ার রাজধানী পানাজি আসনটি বরাবরই পছন্দের আসন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের। এবার সেখান থেকেই লড়ছেন তাঁর পুত্র উত্পল। আগামী 10ই মার্চ গয়া বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি।

আজ খবর, নিউজ আপডেট : দুপুর 1টা পর্যন্ত গোয়ায় ভোট পড়েছে 44.63%;

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages