আজ খবর (বাংলা), লাখনৌ, উত্তরপ্রদেশ, ১০/০২/২০২২ : আজ উত্তরপ্রদেশে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। এই দফায় পশ্চিম উত্তরপ্রদেশে ভোট গ্রহণ করা হচ্ছে।
প্রথম দফার ভোটে পশ্চিম উত্তর প্রদেশে আসন সংখ্যা মোট ৫৮টি। মোট ১১টি জেলায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এই জেলাগুলি হল গাজিয়াবাদ, সামলি, মুজফ্ফরনগর, বাগপত, মিরাট, হাপুর, গৌতম বুদ্ধ নগর, মথুরা, বুলন্দশহর, আলীগড় ও আগ্রা। গতবার ২০১৭ সালে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি উত্তরপ্রদেশে সরকার গঠন করেছিল। সেবার বিজেপি মোট ৫৩টি আসন পেয়েছিল। সমাজবাদী পার্টি পেয়েছিল ২টি আসন, বহুজন সমাজবাদী পার্টি পেয়েছিল ২টি আসন, রাষ্ট্রীয় লোক দল পেয়েছিল ১টি আসন। গতবার কংগ্রেস উত্তরপ্রদেশ থেকে কোনো আসন পায় নি।
এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবী করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। নির্বাচনের জন্যে জোরদার প্রচারও চালানো হয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা আজ একটি টুইট করে উত্তরপ্রদেশের মহিলাদের উদ্দেশ্যে লিখেছেন, "পশ্চিম উত্তরপ্রদেশে আমার ভাই ও বোনেরা নিজেদের ভোট ক্ষমতা প্রয়োগ করে নিজেদের ইস্যুগুলিকে তুলে ধরুন। উত্তরপ্রদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।" ভাগবত গীতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করে তিনি লিখেছেন 'নিষ্ক্রিয় না থেকে কর্ম করে যান, ফলের আশা না করেই'।
শুধু উত্তরপ্রদেশে নয়, বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেল দেশের পাঁচ রাজ্যেই। উত্তরপ্রদেশ ছাড়াও বিধানসভা নির্বাচন করা হচ্ছে গোয়া, মনিপুর, পঞ্জাব এবং উত্তরাখন্ডে। গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ মোদী দাবী করেছেন, 'দেশে এখন বিজেপির হাওয়া বইছে। পাঁচ রাজ্যেই বিজেপি অনেক ব্যবধানে ভোটে জিতবে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলিতে সরকার গঠন করবে।"