আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 19/02/2022 : আসন্ন 108 পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে সব নেতা কর্মীরা প্রার্থী হিসেবে দল থেকে টিকিট না পেয়ে দলের বিরোধিতা করছেন বা নির্দল হয়ে দলের বিরুদ্ধে ভোটের প্রার্থী হওয়র চেষ্টা করছেন, দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।
এরকম বেশ কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মী নির্দল প্রার্থী হিসেবে নিজেদের নাম ঘোষনা করলেও, অনেকেই নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার আগেই মনোনয়ন প্রত্যাহার করছেন বলে জানিয়েছিলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক (উত্তর 24 পরগনা জেলায়)। তবে হুগলি জেলায় কেউ কেউ নাম প্রত্যাহার করেন নি, যাঁরা দলের টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়েছেন, হুগলির বিভিন্ন পুরসভায়। তাঁদের মধ্যে এখনো পর্যন্ত নয়জনকে বহিষ্কার করল তৃনমূল। তাঁরা হলেন -
উত্তরপাড়ার পিনাকী ধামালী, সত্যেন ঘোষ,
রিষড়ার ঝুম্পা সরকার,
শ্রীরামপুরের রাজেশ সা, আকবর আলি, সরস্বতী লাহা,
বৈদ্যবাটির দেবরাজ দত্ত,
চাঁপদানীর জিতেন্দ্র সিং, শ্রীকান্ত মন্ডল।