আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/02/2022 : ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হতে আর মাত্র পাঁচ দিন বাকি। চলছে চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা।
আগামী ২৮ শে ফেব্রুয়ারি সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে আন্তর্জাতিক বই মেলা। এর সাথে উপস্থিত থাকবে বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মাননীয় কে এম খালিল, বিশিস্ট সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়, এবং বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন।
এবারের বই মেলায় বেশ কিছু উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। যেমন প্রায় ৬০০টি স্টল এবং ২০০ টি লিটল ম্যাগাজিন এর স্টল বসবে, থাকবে ৯ টি তোরণ,যার প্রতিটি গেট দিয়েই ঢোকা ও বেরোনো যাবে, থাকছে অতিরিক্ত বাস ও নির্দিষ্ট ভাড়া সহ অটোর ব্যবস্থা, এছাড়াও থাকবে মেডিকেল সহায়তা কেন্দ্র, থাকছে বইমেলার এন্ড্রয়েড app।
এবারের থিম কান্ট্রি হলো বাংলাদেশ, বইমেলায় এই প্রথম অংশগ্রহণ করছে ইরান ও এর সঙ্গে ২০ টি দেশ অংশগ্রহণ করবে।
প্রায় ২ বছর পর বাঙালির প্রিয় বইমেলা আবারও ফুটবে প্রানের স্পন্দন তা বলাই বাহুল্য।