আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 03/02/2022 : বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, আনলফুল এক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ১৯৬৭-র প্রথম তপশিল অনুযায়ী দেশে ৪২টি সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া এই আইন মোতাবেক ১৩ টি সংগঠনকে বেআইনি হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আইন অনুসারে এ পর্যন্ত ৩১ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের আইন প্রয়োগকারী সংস্থা গুলি এই জাতীয় সমস্ত সংস্থা এবং ব্যক্তির কার্যকলাপের ওপর অবিরাম নজর রেখে চলেছে এবং আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ সংশোধনী আইন, ২০১৯ অনুযায়ী সন্ত্রাসবাদ এর সঙ্গে যুক্ত কোন ব্যক্তিকে চিহ্নিত করার বিধান রয়েছে। এতে বিভিন্ন নামে নিষিদ্ধ সংগঠনের নেতা ও সদস্যদের পুনরায় সংগঠিত হওয়ার সম্ভাবনা হ্রাস পেয়েছে।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানিয়েছেন।
Loading...