আজ খবর (বাংলা), দুর্গাপুর, পশ্চিম বর্দ্ধমান, পশ্চিমবঙ্গ, 18/02/2022 : দুর্গাপুর স্টিল প্ল্যাণ্টে ফের দুর্ঘটনার শিকার শ্রমিকেরা। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যূ হল তিন হতভাগ্য শ্রমিকের। অসুস্থ আরও চারজন ।
সূত্র মারফত জানা গিয়েছে, এদিন দুর্গাপুর স্টিল প্ল্যাণ্টে অক্সিজেন ভ্যাকিয়ুম ইউনিটের মধ্যে আটকা পড়ে মৃত্যূ হয়েছে তিন জন শ্রমিকের। তাঁরা ঐ ইউনিট থেকে সঠিক সময়ে বাইরে বেরিয়ে আসতে পারেন নি। অক্সিজেন ভ্যাকিয়ুম ইউনিটের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যূ হয়েছে। সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এদিন দুর্গাপুর স্টিল প্ল্যানটের অক্সিজেন ভ্যাকিয়ুম ইউনিটে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। তার মধ্যে মোট সাত জন শ্রমিক সঠিক সময়ে ঐ ইউনিট থেকে বেরিয়ে আসতে পারেন নি। এরপর ভ্যাকিয়ুম চালু হয়ে গেলে ঐ সাত শ্রমিক শ্বাসরুদ্ধ হয়ে পড়েন। এরপর সাতজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে তিন জনকে মৃত বলে ঘোষনা করা হয়। বাকি চারজন এখনও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়েছে।