মুম্বই ফিল্ম উৎসব হতে চলেছে 29শে মে থেকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মুম্বই ফিল্ম উৎসব হতে চলেছে 29শে মে থেকে

Share This

মুম্বই ফিল্ম উৎসব হতে চলেছে 29শে মে থেকে


আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 14/02/2022 : দেশ বিদেশের চলচ্চিত্র নির্মাতা ও সিনেমা প্রেমীদের বহু প্রত্যাশিত সপ্তদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২৯ মে থেকে চৌঠা জুন পর্যন্ত মুম্বাইয়ের ফিল্ম ডিভিশন কমপ্লেক্সে আয়োজিত হবে। এই চলচ্চিত্র উৎসবের তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্যের এবং অ্যানিমেশন ছবি বিভাগে অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। 

২০১৯-এর পয়লা সেপ্টেম্বর থেকে ২০২১-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত যে চলচ্চিত্রগুলির কাজ শেষ হয়েছে, কেবল সেগুলিই প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমোদন পাবে। উৎসবে সেরা তথ্যচিত্রকে স্বর্ণ নির্মিত শাঁখ এবং ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। উৎসবের বিভিন্ন বিভাগে জয়ী চলচ্চিত্রগুলিকে নগদ পুরস্কার, ট্রফি, শংসাপত্র এবং রুপোর শাঁখ দেওয়া হবে। ভারত এখন আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। সেই অনুসারে এবারে চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়া@75 শীর্ষক বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি সেরা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটিকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে। ভারতীয় অ-কাহিনী চলচ্চিত্র শিল্প ক্ষেত্র থেকে প্রখ্যাত ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ ভি শান্তারাম লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হবে। পুরস্কার স্বরূপ ১০ লক্ষ টাকা, একটি ট্রফি ও মানপত্র দেওয়া হবে।

উল্লেখ করা যেতে পারে, মুম্বাই আন্তর্জাতি চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ায় সব থেকে পুরানো ও সর্ববৃহৎ অ-কাহিনী চিত্র প্রদর্শনের মঞ্চ। মহারাষ্ট্র সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ফিল্ম ডিভিশন এই উৎসবের আয়োজন করে থাকে। সারা বিশ্ব থেকে চলচ্চিত্র নির্মাতারা এই উৎসবে যোগদান করেন। অ-কাহিনী চিত্র বিভাগে সেরা ছবিগুলিকে নিয়ে প্রতিযোগিতার পাশাপাশি মত বিনিময়সভা, কর্মশিবির, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে ওপেন ফোরাম বা খোলামেলা আলোচনা প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়। ২০২০-র ষোড়শ চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশ থেকে ৮৭১টি অ-কাহিনী চিত্র উৎসবে অংশ নেয়। গতবার বিভিন্ন বিভাগে সেরা চলচ্চিত্রগুলিকে বাছাই করার জন্য ফ্রান্স, জাপান, সিঙ্গাপুর, কানাডা, বুলগেরিয়া ও ভারতের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়ে বিচারকমন্ডলী গঠন করা হয়েছিল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages