আজ খবর (বাংলা), সোপিয়ান, জম্মু ও কাশ্মীর, ভারত, 19/02/2022 : জম্মু ও কাশ্মীরে জঙ্গীদের সাথে এনকাউন্টার চলার সময় শহীদ হলেন দুই সেনা জওয়ান। নিহত হয়েছে এক জঙ্গীও।
আজ সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার চারমার্গের জৈনপোড়া এলাকায় জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই বাঁধে। এনকাউন্টার চলার সময় জঙ্গীরা অনেকটা সুবিধাজনক জায়গা পেয়ে যায়। দুই পক্ষই লাগাতার গুলি চালাতে থাকে।
কাশ্মীর জোন পুলিশ সূত্রে জানা গিয়েছে সোপিয়ানে ঐ সংঘর্ষ চলার সময় আর্মির দুই জওয়ানের গায়ে এসে গুলি লাগে। দ্রুত ঐ এলাকা থেকে তাঁদের হাসপাতালে পাথানির ব্যাবস্থা করা গেলেও শেষ রক্ষা করা যায় নি। দুজনেই দেশের জন্যে শহীদ হয়েছেন বলে শেষ খবরে জানানো হয়েছে।
শহীদ দুই সেনা জওয়ানের নাম সন্তোষ যাদব এবং চহ্বন রোমিত তানাজি। দুজনেই 1 নম্বর রাজস্থান রাইফেলসএর সেনা জওয়ান ছিলেন।
ঐ এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন জঙ্গীরও মৃত্যূ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।