আজ খবর (বাংলা), বাম্বলিম, গোয়া, 15/02/2022 : এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়ে জয়ের ছন্দ ধরে রাখল এটিকে মোহনবাগান।
গোয়ার সাথে আজকের ম্যাচ যথেষ্টই উপভোগ্য হয়েছে, যদিও গোয়ার কাছে আরও ভাল ফুটবল আশা করা গিয়েছিল। তবে যোগ্য দলের মতই দুটি গোল করে জয় তুলে নিয়েছে সবুজ মেরুন শিবির। আজ বাগানের হয়ে দুটি গোলই করেছেন মনবীর সিং। দুটি গোলই ছিল দৃষ্টিনন্দন।
প্রথম অর্ধে গোয়ার বল পজেশন বেশি থাকলেও কাজের কাজ করে গিয়েছে এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা। মনবীর সিং আজ দুই অর্ধে দুটি গোল করে সবুজ মেরুনের জয় নিশ্চিত করেছে। টানা তিনটি ম্যাচে গোল পেয়ে খুশি আজকের ম্যান অফ দ্য ম্যাচ মনবীর সিং। খুশি এটিকে মোহনবাগানও, টানা 11টি ম্যাচ অপরাজিত রয়েছে তারা। শেষ 3 ম্যাচে জয় এসেছে। এই মুহুর্তে লিগ টেবিলে 15 ম্যাচ খেলে 29 পয়েন্ট পেয়েছে এটিকে মোহনবাগান। যেখানে 16টি ম্যাচ খেলে 29 পয়েন্টেই আছে হায়দ্রাবাদ এফসি।