আজ খবর (বাংলা), কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, 02/02/2022 : মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে গিয়ে গুরুতর জখম হল ১৯ জন। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার নোনাই ব্রীজের কাছে। আহতদের ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানেই চিকিৎসা চলছে তাদের।
জানাগিয়েছে, সাহাপুর থেকে মৃতদেহ নিয়ে শক্তিপুর ঘাটে শেষ কৃত্যের উদ্দেশ্যে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে।
ওই রাস্তায় টহলরত পুলিশ আহতদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে শঙ্কট জনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। বাকীদের চিকিৎসা চলছে ভরতপুরে।
Loading...