আজ খবর (বাংলা), পুঞ্চ, জম্মু ও কাশ্মীর, ভারত, 06/01/2022 : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় এক সেনা জওয়ানের রহস্যজনকভাবে মৃত্যূ হয়েছে বলে জানা যাচ্ছে।
আজ সকালে লাইন অফ কনট্রোলের কাছে পুঞ্চ মেন্ধারের কে জি সেক্টরের বেলনোই এলাকায় এক সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহে একটি বুলেট বিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে।
কি করে আই জওয়ানের মৃত্যূ হল তা নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয় নি। তবে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে অষ্টম ব্যাটেলিয়ানে কর্মরত অনিল চৌহান নামের ঐ সেনা জওয়ান উত্তরাখন্ডের বাসিন্দা। তিনি আত্মহত্যা করেছেন, নাকি অন্য কেউ তাঁকে গুলি করে হত্যা করেছে ? অথবা অন্য কোনো ঘটনা রয়েছে এর পিছনে ? সেই সব জানতে পুলিশও তদন্ত শুরু করেছে।